৮০৬

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮০৬(৪৪)। মুহাম্মাদ ইবনুল হাসান আন-নাক্‌কাশ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রক্তপ্রদরের রোগিনী নামায পড়বে, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও। রাবী ওয়াকী (রহঃ) এই হাদীস মারফুরূপে বর্ণনা করেছেন এবং আলী ইবনে হাশেম ও হাফস মাওকুফরূপে বর্ণনা করেছেন।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ النَّقَّاشُ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ ، قَالَ : سَمِعْتُ عُثْمَانَ بْنَ أَبِي شَيْبَةَ .... وَذَكَرَ حَدِيثَ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ : " تُصَلِّي الْمُسْتَحَاضَةُ ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ " . فَقَالَ : وَكِيعٌ يَرْفَعُهُ ، وَعَلِيُّ بْنُ هَاشِمٍ وَحَفْصٌ يُوقِفَانِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ