৭৪৩

পরিচ্ছেদঃ ৬৭. মোজাদ্বয়ের উপর মসেহ করার অনুমতি এবং তৎসংশ্লিষ্ট বিষয়। এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত

৭৪৩(২১)। আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... উমার (রাঃ) থেকে এই সূত্রে বর্ণিত। তিনি বলেন, তুমি সুন্নাত অনুযায়ী আমল করেছ। রাবী ইয়াযীদ ও আলী ইবনে রাবাহ-এর মাঝখানে অন্য কোন রাবীর নাম উল্লেখ করেননি।

بَابُ الرُّخْصَةِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ، وَمَا فِيهِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ ، نَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، ثَنَا أَبِي ، قَالَ : سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ عُلَيِّ بْنِ رَبَاحٍ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، عَنْ عُمَرَ ، بِهَذَا ، وَقَالَ : " أَصَبْتَ السُّنَّةَ " وَلَمْ يَذْكُرْ بَيْنَ يَزِيدَ ، وَعُلَيِّ بْنِ رَبَاحٍ أَحَدًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ