৩১৫

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩১৫(১). আবু মুহাম্মাদ ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "উভয় কান মাথার অন্তর্ভুক্ত"। তিনি অনুরূপ বলেছেন এটা সন্দেহযুক্ত। সঠিক হলোঃ উসামা ইবনে যায়েদ-হিলাল ইবনে উসামা আল-ফিহরী-ইবনে উমার (রাঃ) সূত্রে মাওকূফরূপে বর্ণিত। এটাও সন্দেহযুক্ত, সহীহ নয় এবং এর পরেরটিও সহীহ নয়। এর কারণসমূহ বর্ণনা করা হয়েছে।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ ، نَا يَحْيَى بْنُ الْعُرْيَانِ الْهَرَوِيُّ ، نَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ " . كَذَا قَالَ ، وَهُوَ وَهَمٌ ، وَالصَّوَابُ : عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، عَنْ هِلَالِ بْنِ أُسَامَةَ الْفِهْرِيِّ ، عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا ، هَذَا وَهَمٌ وَلَا يَصِحُّ مَا بَعْدَهُ ، وَقَدْ بَيَّنْتُ عِلَلَهُمَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ