৩৫৪৭

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫৪৭) আবূ ইব্রাহীম আব্দুল্লাহ ইবনে আবী আওফা (রাঃ) বলেন, শত্রুর সাথে মোকাবেলার কোন এক দিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন (অর্থাৎ যুদ্ধ করতে বিলম্ব করলেন)। অবশেষে যখন সূর্য ঢলে গেল, তখন তিনি লোকদের মধ্যে দাঁড়িয়ে বললেন, হে লোকেরা! তোমরা শত্রুর সঙ্গে সাক্ষাৎ (যুদ্ধ) কামনা করো না এবং আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কিন্তু যখন শত্রুর সামনা-সামনি হয়ে যাবে, তখন তোমরা দৃঢ়তার সাথে যুদ্ধ কর! আর জেনে রেখো যে, জান্নাত আছে তরবারির ছায়ার নীচে। অতঃপর তিনি দু’আ ক’রে বললেন, হে কিতাব অবতীর্ণকারী, মেঘ সঞ্চালনকারী এবং শত্রুসকলকে পরাজিতকারী! তুমি তাদেরকে পরাজিত কর এবং তাদের মুকাবিলায় আমাদেরকে সাহায্য কর।

وَعَنْ أَبِـيْ إِبْرَاهِيْمَ عَبْدِ اللهِ بنِ أَبِـيْ أَوْفٰـى رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺفِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيْهَا العَدُوَّ انْتَظَرَ حَتّٰـى إِذَا مالَتِ الشَّمْسُ قَامَ فيهمْ فَقَالَ يَا أيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوا لِقَاءَ العَدُوِّ وَاسْأَلُوا الله العَافِيَةَ، فَإِذَا لقيتُمُوهُمْ فَاصْبرُوا، وَاعْلَمُوا أنّ الجَنَّةَ تَحْتَ ظِلالِ السُّيوفِ ثُمَّ قَالَ النَّبيُّ ﷺاللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الْأحْزَابِ اهْزِمْهُمْ وَانصُرْنَا عَلَيْهمْ مُتَّفَقٌ عَلَيهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ