২৮১৪

পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর পিতামাতা

(২৮১৪) আনাস (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি প্রশ্ন করল, ’হে আল্লাহর রসূল! আমার (মৃত) পিতা কোথায় (জান্নাতে না জাহান্নামে)?’ তিনি বললেন, জাহান্নামে।’’ অতঃপর সে যখন (মন খারাপ ক’রে) ফিরে যেতে লাগল, তখন তিনি তাকে ডেকে বললেন, ’’আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে।

عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُوْلَ اللهِ أَيْنَ أَبِـىْ قَالَ فِى النَّارِ فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ