২৫০

পরিচ্ছেদঃ ৪/২৮. কাতার সোজা ও ঠিক করা

২৫০. নু’মান ইবনু বশীর (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তা না হলে আল্লাহ্ তা’আলা তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন।

تسوية الصفوف وإقامتها

حَدِيْثُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللهُ بَيْنَ وُجُوهِكُمْ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ