হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৬৬

পরিচ্ছেদঃ ৬৯. যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে

১৪৬৬(৩). আল-হাসান ইবনুল খিদর (রহঃ) ... আসাদ ইবনে আমার (রহঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীস বর্ণিত। এই হাদীস আয-যুহরী (রহঃ) থেকে রাওহ ইবনে গুতাইফ (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি এবং তিনি পরিত্যক্ত রাবী।

بَابُ قَدْرِ النَّجَاسَةِ الَّتِي تُبْطِلُ الصَّلَاةَ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ يُونُسَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ ، ثَنَا أَسَدُ بْنُ عَمْرٍو بِهَذَا. لَمْ يَرْوِهِ عَنِ الزُّهْرِيِّ غَيْرُ رَوْحِ بْنِ غُطَيْفٍ وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ