হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৪৯

পরিচ্ছেদঃ ৩৭. যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ

১২৪৯(১). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যুহর ও আসরের নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁড়িয়ে থাকার সময়ের পরিমাণ অনুমান করতাম। আমরা যুহরের নামাযের প্রথম দুই রাকআতে তার দাঁড়ানোর সময় অনুমান করলাম তিরিশ আয়াত পাঠের সমপরিমাণ, প্রথম দুই রাকআতে সূরা আস-সাজদা পাঠের সম-পরিমাণ সময় এবং শেষের দুই রাতে তার অর্ধেক পরিমাণ সময়। আমরা তার আসরের নামাযের প্রথম দুই রাকআতে তাঁর কিয়ামের (দাঁড়ানোর) সময়ের পরিমাণ অনুমান করলাম যুহরের শেষ দুই রাআতের সমান এবং আসরের নামাযের শেষের দুই রাতে তাঁর কিয়ামের পরিমাণ অনুমান করলাম এর প্রথম দুই রাকআতের অর্ধেক সময়। এই হাদীস সহীহ এবং প্রমাণিত।

بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالصُّبْحِ

حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ، ثَنَا هُشَيْمٌ ، ثَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ ، عَنِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ ، عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : كُنَّا نَحْزُرُ قِيَامَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الظُّهْرِ وَالْعَصْرِ ، فَحَزَرْنَا قِيَامَهُ فِي الظُّهْرِ قَدْرَ ثَلَاثِينَ آيَةً ، قَدْرَ سُورَةِ السَّجْدَةِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ ، وَفِي الْأُخْرَيَيْنِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ ، وَحَزَرْنَا قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي الْعَصْرِ ، عَلَى قَدْرِ الْأُخْرَيَيْنِ مِنَ الظُّهْرِ ، وَحَزَرْنَا قِيَامَهُ فِي الْأُخْرَيَيْنِ مِنَ الْعَصْرِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ . هَذَا ثَابِتٌ صَحِيحٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ