হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮০৫

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮০৫(৪৩). ইবনুল আলা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তার নিকট ইস্তিহাযার রোগিনী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সে নামায পড়া ত্যাগ করবে না, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও। আসবাত ইবনে মুহাম্মাদ (রহঃ) তাদের উভয়ের অনুকরণ করেছেন।

حَدَّثَنَا ابْنُ الْعَلَاءِ ، ثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ ، ح : وَحَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَادَةَ ، قَالَا : ثَنَا أَبُو أُسَامَةَ ، قَالَ ثَنَا الْأَعْمَشُ ، عَنْ حَبِيبٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّهَا سُئِلَتْ عَنِ الْمُسْتَحَاضَةِ ؟ فَقَالَتْ : " لَا تَدَعُ الصَّلَاةَ ، وَإِنْ قَطَرَ عَلَى الْحَصِيرِ " . تَابَعَهُمَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ