হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৭৯

পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম

৬৭৯(৩৫)। আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আম্মার (রাঃ) থেকে বর্ণিত। তিনি তার হাতের ভিতরাংশ (তালু) মাটিতে (ধুলার মধ্যে) ডুবালেন, তারপর তাতে ফুঁ দিলেন, তারপর মুখমণ্ডল ও উভয় হাত গ্রন্থি (কনুই) পর্যন্ত মসেহ করলেন। আম্মার (রাঃ) বললেন, অনুরূপই তাইয়াম্মুম।

এই হাদীস সুফিয়ান আস-সাওরী (রহঃ) সালামা-আবু মালেক-আবদুর রহমান ইবনে আববা-আম্মার (রাঃ) সূত্রে মারফুরূপে বর্ণনা করেছেন।

بَابُ التَّيَمُّمِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا مُعَاوِيَةُ ، نَا زَائِدَةُ ، نَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي مَالِكٍ ، عَنْ عَمَّارٍ : أَنَّهُ غَمَسَ بَاطِنَ كَفَّيْهِ فِي التُّرَابِ ، ثُمَّ نَفَخَ فِيهَا ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِفْصَلِ ، وَقَالَ عَمَّارٌ : " هَكَذَا التَّيَمُّمُ " . وَرَوَاهُ الثَّوْرِيُّ ، عَنْ سَلَمَةَ ، عَنْ أَبِي مَالِكٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ، عَنْ عَمَّارٍ مَرْفُوعًا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ