হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫২৮

পরিচ্ছেদঃ ৫৫. বগল স্পর্শ করা সম্পর্কিত বর্ণনা

৫২৮(২). ইয়াকূব ইবনে ইবরাহীম (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি উযু করার পর নিজ বগল স্পর্শ করলে তাকে পুনরায় উযু করতে হবে। খালাফ ইবনে খালীফা-আবু সিনান-সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস (রাঃ) বলেন, তাকে পুনরায় উযু করতে হবে না।

بَابُ مَا رُوِيَ فِي مَسِّ الْإِبِطِ

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا خَلَفُ بْنُ خَلِيفَةَ ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ إِذَا تَوَضَّأَ الرَّجُلُ وَمَسَّ إِبِطَهُ ؛ أَعَادَ الْوُضُوءَ . قَالَ : وَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ ، عَنْ أَبِي سِنَانٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : " لَيْسَ عَلَيْهِ إِعَادَةٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ