হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৬৯

পরিচ্ছেদঃ ২০. শৌচ করা

১৬৯(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) .. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন। অতঃপর উমার (রাঃ) এক বদনা পানি নিয়ে তাঁর নিকট হাজির হলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে প্রতিবার পেশাবের পর উযু করার নির্দেশ দেয়া হয়নি। আমি তাই করলে তা সুন্নাত হিসাবে নির্ধারিত হতো। পেশাব করে উযু না করলে আপত্তি নেই।

আবু ইয়াকূব আত-তাওয়াম আবু মুলায়কা থেকে এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তার থেকে একদল রাবী এটি মারফুরূপে বর্ণনা করেছেন।

بَابٌ فِي الِاسْتِنْجَاءِ

ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا خَلَفُ بْنُ هِشَامٍ ، نَا أَبُو يَعْقُوبَ عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى التَّوْءَمُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : بَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَاتَّبَعَهُ عُمَرُ بِكُوزٍ مِنْ مَاءٍ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنِّي لَمْ أُؤْمَرْ أَنْ أَتَوَضَّأَ كُلَّمَا بُلْتُ ، وَلَوْ فَعَلْتُ كَانَتْ سُنَّةً " . لَا بَأْسَ بِهِ ، تَفَرَّدَ بِهِ أَبُو يَعْقُوبَ التَّوْءَمُ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، حَدَّثَ بِهِ عَنْهُ جَمَاعَةٌ مِنَ الرُّفَعَاءِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ