হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩৩

পরিচ্ছেদঃ ১৬. মহিলাদের উযু-গোসলের অবশিষ্ট পানি পুরুষের ব্যবহার করা

১৩৩(৩). আলী ইবনে আহমাদ ইবনুল হায়সাম আল-বাযযায (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অপবিত্র হলাম (গোসল ফরজ হলো) এবং একটি গামলা থেকে পানি নিয়ে গোসল করলাম। গামলায় কিছু পানি অবশিষ্ট থাকলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই পানি দিয়ে গোসল করলেন। আমি বললাম, অবশ্যই আমি এই পাত্রের পানি দিয়ে গোসল করেছি। তিনি বলেনঃ (নাপাকীর স্পর্শে) পানি অপবিত্র হয় না। তুমি তা দিয়ে গোসল করতে পারো। সিমাক থেকে উক্ত বর্ণনায় মতভেদ করা হয়েছে। শারীক ব্যতীত অপর কেউ ’মায়মূনা (রাঃ) থেকে’ কথাটি বর্ণনা করেননি।

بَابُ اسْتِعْمَالِ الرَّجُلِ فَضْلَ وَضُوءِ الْمَرْأَةِ

نَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ الْهَيْثَمِ الْبَزَّازُ ، نَا عِيسَى بْنُ أَبِي حَرْبٍ الصَّفَّارُ ، نَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ، عَنْ شَرِيكٍ ، عَنْ سِمَاكٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنْ مَيْمُونَةَ ، قَالَتْ : أَجْنَبْتُ فَاغْتَسَلْتُ مِنْ جَفْنَةٍ ، فَفَضَلَتْ فِيهَا فَضْلَةٌ ، فَجَاءَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَغْتَسِلُ مِنْهُ ، فَقُلْتُ : إِنِّي قَدِ اغْتَسَلْتُ مِنْهُ ، فَقَالَ : " الْمَاءُ لَيْسَ عَلَيْهِ جَنَابَةٌ " . فَاغْتَسَلَ مِنْهُ . اخْتُلِفَ فِي هَذَا الْحَدِيثِ عَلَى سِمَاكٍ وَلَمْ يَقُلْ فِيهِ ، عَنْ مَيْمُونَةَ غَيْرُ شَرِيكٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মাইমূনাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ