হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪০৪

পরিচ্ছেদঃ ৩২৯. যার ধারণা, ‘মুফাস্‌সল’ সূরাহগুলোতে সিজদা্ নেই

১৪০৪। যায়িদ ইবনু সাবিত (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে সূরাহ নাজম তিলাওয়াত করেছি কিন্তু তিনি এ সূরাহতে সিজদা্ করেননি।[1]

সহীহ : বুখারী ও মুসলিম।

باب مَنْ لَمْ يَرَ السُّجُودَ فِي الْمُفَصَّلِ

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ : قَرَأْتُ عَلَى رَسُولِ اللهِ صلي الله عليه وسلم النَّجْمَ فَلَمْ يَسْجُدْ فِيهَا ‏ - صحيح : ق


On the authority of Zaid bin Thabit, he said:
"I recited to the Messenger of Allah (ﷺ) (Surat) An-Najm and he did not prostrate in it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ