সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ ইসলামহাউজ.কম ৯ টি অধ্যায় ২০৯ টি অনুচ্ছেদ সম্পূর্ণ বইটি একসাথে পড়ুন
অধ্যায় ও অনুচ্ছেদ তালিকা
ভূমিকা অনুচ্ছেদ ১ টি ভূমিকা প্রথম অধ্যায়: সাওমের পরিচয়, ইতিহাস ও তাৎপর্য অনুচ্ছেদ ৩ টি সাওমের পরিচয় সাওমের ইতিহাস সাওমের তাৎপর্য দ্বিতীয় অধ্যায়: সহীহ হাদীসের আলোকে সাওম অনুচ্ছেদ ৯২ টি রমযানের সাওম ফরয হওয়া প্রসঙ্গে রমযান ও সাওমের ফযীলত আল্লাহর রাস্তায় সাওমের ফযীলত সাওম গুনাহের কাফফারা সাওম ঢালস্বরূপ সাওম পালনকারীর জন্য জান্নাতে রাইয়্যান দরজা রমযান নাকি রমযান মাস বলা হবে? কেউ কেউ বলেছেন, উভয়টি বলা যাবে? রমযানের চাঁদ দেখা যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় নিয়তের সাথে সাওম পালন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে অধিক দান করতেন যে ব্যক্তি সাওম পালনের সময় মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি কাউকে গালি দেওয়া হলে সে কি বলবে, আমি সাওম পালনকারী? অবিবাহিত ব্যক্তি যে নিজের ওপর ফিতনার আশংকা করে তার জন্য সাওম পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা চাঁদ দেখে সাওম পালন শুরু করবে, আবার চাঁদ দেখে সাওম থেকে বিরত থাকবে চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ চাঁদ দেখতে কতজন সাক্ষ্য লাগবে? প্রত্যেক দেশে আলাদা আলাদাভাবে চাঁদ দেখা, এক দেশে চাঁদ দেখলে তার হুকুম অন্যের জন্য যথেষ্ট নয় চাঁদ ছোট বা বড় দেখা ধর্তব্য নয়, আল্লাহ তা‘আলা দেখার জন্য বর্ধিত করে দিয়েছেন। আর যদি মেঘের কারণে দেখা না যায় তবে ত্রিশ দিন পূর্ণ করবে ঈদের দু’মাস কম হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: আমরা লিখি না এবং হিসাবও করি না রমযানের একদিন বা দু’দিন আগে সাওম শুরু করবে না ইয়াওমুশ-শক বা সন্দেহের দিনে সাওম পালন করা অর্ধ শা‘বানের পরে নফল সাওম পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: বিলালের আযান যেন তোমাদেরকে সাহরী থেকে বিরত না রাখে সাহরী খাওয়ায় তাড়াতাড়ি করা সাহরী ও ফজরের সালাতের মাঝে ব্যবধানের পরিমাণ সাহরীতে রয়েছে অনেক বরকত কিন্তু তা ওয়াজিব নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ একটানা সাওম পালন করেছেন অথচ সেখানে সাহরীর উল্লেখ নেই সাহরীতে যা খাওয়া মুস্তাহাব আযান দেওয়া অবস্থায় কারো হাতে খাবারের পাত্র থাকলে কী করবে? দিনের বেলায় (নফল) সাওমের নিয়ত করলে সাওম পালনকারী জুনূবী (অপবিত্র) অবস্থায় সকাল করলে সাওম অবস্থায় স্ত্রী সহবাস করা সাওম অবস্থায় চুম্বন করা স্বামীর অনুমতিক্রমে স্ত্রীর নফল সাওম পালন সাওম পালনকারীর গোসল করা সাওম পালনকারী যদি ভুলে কিছু খেলে বা পান করলে সাওম পালনকারীর শুকনো ও ভেজা মিসওয়াক ব্যবহার করার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: যখন অযু করবে তখন নাকের ছিদ্র দিয়ে পানি টেনে নিবে রমযানে দিনের বেলায় সহবাস করলে রমযানে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে সদকা দেওয়ার কিছু না থাকলে, সে যেন নিজে নিজেকে সদকা দিয়ে কাফফারাস্বরূপ আদায় করে রমযানে সাওম পালনকারী অবস্থা যে ব্যক্তি স্ত্রী সহবাস করেছে সে ব্যক্তি কি কাফফারা থেকে তার অভাবগ্রস্ত পরিবারকে খাওয়াতে পারবে? সাওম অবস্থায় শিঙ্গা লাগানো ও বমি করা সফর অবস্থায় সাওম পালন করা ও না করা সফর অবস্থায় কোনো কাজের দায়িত্ব পালন করাকালীন সাওম ভঙ্গ করলে তার প্রতিদান রমযানে কয়েকদিন সাওম পালন করে যদি কেউ সফর আরম্ভ করে প্রচণ্ড গরমের কারণে যে ব্যক্তির উপর ছায়ার ব্যবস্থা করা হয়েছে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: সফরে সাওম পালনে কোনো নেকী নেই সফর অবস্থায় সাওম পালনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একে অন্যকে দোষারোপ করতেন না সফর অবস্থায় সাওম ভঙ্গ করা, যাতে লোকেরা দেখতে পায় যাদের সাওম পালন অতিশয় কষ্ট দেয় তাদের সাওমের পরিবর্তে ফিদইয়া তথা একজন মিসকীনকে খাদ্য দেওয়া রমযানের কাযা সাওম কখন আদায় করা হবে? ঋতুবতী মহিলা সালাত ও সাওম উভয়ই ত্যাগ করবে ঋতুবতী মহিলা সাওমের কাযা করবে কিন্তু সালাতের কাযা করবে না সাওমের কাযা যিম্মায় রেখে যে ব্যক্তি মারা গেল সাওম পালনকারীর জন্য কখন ইফতার করা হালাল পানি বা সহজলভ্য অন্য কিছু দিয়ে ইফতার করবে ইফতার ত্বরান্বিত করা মাগরিবের সালাতের পূর্বে ইফতার করা মুস্তাহাব এবং যে সব জিনিস দ্বারা ইফতার করা মুস্তাহাব রমযানে ইফতার করার পরে যদি সূর্য দেখা দেয় বাচ্চাদের সাওম পালন করা সাওমে বেসাল বা বিরতিহীনভাবে সাওম পালন করা যে অধিক পরিমাণ সাওমে বেসাল পালন করে তাঁকে শাস্তি প্রদান সাহরীর সময় পর্যন্ত সাওমে বেসাল পালন করা কোনো ব্যক্তি তার ভাইয়ের নফল সাওম ভঙ্গের জন্য কসম দিলে এবং তার জন্য এ সাওমের কাযা ওয়াজিব মনে না করলে, যখন সাওম পালন না করা তার জন্য উত্তম হয় সাওমের নিয়ত করা এবং যে ব্যক্তি রাতের বেলায় রমযানের সাওমের নিয়ত করবে না তার সাওম আদায় হবে না নফল সাওমের নিয়ত দিনের বেলায় সূর্য হেলে যাওয়ার পূর্বে করা জায়েয এবং নফল সাওম পালনকারীকে ওযর ব্যতীতই সাওম ভঙ্গ করানো জায়েয শা‘বান মাসের সাওম মুহাররম মাসের সাওম পালনের ফযীলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওম পালন করা ও না করার বর্ণনা নফল সাওম পালনের ব্যাপারে মেহমানের হক নফল সাওমে শরীরের হক সারা বছর সাওম পালন করা সাওম পালনের ব্যাপারে পরিবার পরিজনের হক একদিন সাওম পালন করা একদিন ছেড়ে দেওয়া দাউদ আলাইহিস সালামের সাওম সাওমে বীয বা প্রতিমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সাওম পালন করা সাওম পালনকারী কারো দাওয়াতে সাড়া দেওয়া সাওম পালনকারীকে খাবারের জন্য ডাকলে সে যেন বলে, আমি সাওম পালনকারী কারো সাথে দেখা করতে গেলে নফল সাওম ভঙ্গ না করা সাওম পালনকারীকে ইফতার করানোর সাওয়াব মাসের শেষ ভাগে সাওম পালন জুমু‘আর দিনে সাওম পালন সাওম পালনের ব্যাপারে কোনো দিন কি নির্দিষ্ট করা যায়? শাওয়াল মাসে ছয়টি সাওম পালন যিলহজ মাসের সাওম পালন ‘আরাফাহ দিবসে সাওম পালন ঈদের দিনে সাওম পালন কুরবানীর দিনে সাওম পালন আইয়ামুত তাশরিকে সাওম পালন আশুরার দিনে সাওম পালন সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন কেউ স্বাভাবিক সাওমের সাথে অন্য কিছু যেমন চুপ থাকা ইত্যাদি মিশ্রিত করে রমযানে ‘উমরা পালনের ফযীলত তৃতীয় অধ্যায়: সালাতুত তারাবীহ অনুচ্ছেদ ৯ টি রমযানে ঈমান ও সাওয়াবের আশায় যে রাত জেগে ইবাদত করে তার ফযীলত রমযানে রাতে কত রাকা‘আত সালাত? লাইলাতুল কদরের মর্যাদা শেষ সাত রাতে লাইলাতুল কদর তালাশ করবে শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা মানুষের ঝগড়ার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ হারিয়ে যায় লাইলাতুল কদরের ‘আলামত লাইলাতুল কদরে যেসব দো‘আ পড়া মুস্তাহাব রমযানের শেষ দশকের ‘আমল চতুর্থ অধ্যায় : ই‘তিকাফ অনুচ্ছেদ ২১ টি রমযানের শেষ দশকে ই‘তিকাফ করা, সব মসজিদে ই‘তিকাফ করা হায়েয মহিলা ই‘তিকাফকারীর চুল আঁচড়ানো ই‘তিকাফকারী প্রয়োজন ব্যতীত গৃহে প্রবেশ না করা ই‘তিকাফকারীর গোসল রাতে ই‘তিকাফ করা মহিলাদের ই‘তিকাফ মসজিদে ই‘তিকাফ করার উদ্দেশ্যে তাঁবু খাটানো ই‘তিকাফকারী কি প্রয়োজনে মসজিদের দরজায় বের থেকে পারবে? ই‘তিকাফ অধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ তারিখ সকালে ই‘তিকাফের উদ্দেশ্যে বের হয়েছেন মুস্তাহাযা বা রোগাক্রান্ত নারীর ই‘তিকাফ করা ই‘তিকাফকারী স্বামীকে স্ত্রী দেখতে যাওয়া ই‘তিকাফকারী কি নিজের থেকে সন্দেহ দূর করবে? যে ব্যক্তি প্রত্যুষে ই‘তিকাফ থেকে ফিরে আসে শাওয়াল মাসে ই‘তিকাফ করা যারা সাওম ব্যতীত ই‘তিকাফ করা বৈধ মনে করেন যে ব্যক্তি জাহেলী যুগে ই‘তিকাফের মানত করেছে সে তা ইসলামে প্রবেশ করলে তা আদায় করবে রমযানের মধ্য দশকে ই‘তিকাফ করা ই‘তিকাফের নিয়ত করে ই‘তিকাফ না করা রোগ বা সফরের কারণে রমযানে ই‘তিকাফ করতে না পারলে ই‘তিকাফকারী গোসলের জন্য মাথা ঘরে ঢুকিয়ে দেওয়া ই‘তিকাফকারী কখন ই‘তিকাফের স্থানে প্রবেশ করবে পঞ্চম অধ্যায়: সদকাতুল ফিতর অনুচ্ছেদ ৯ টি সদাকাতুল ফিতর ওয়াজিব হওয়া প্রসঙ্গে মুসলিমদের গোলাম ও অন্যান্যের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা সদকাতুল ফিতর এক সা‘ পরিমাণ যব সদকাতুল ফিতর এক সা‘ পরিমাণ খাদ্য সদকাতুল ফিতর এক সা‘ পরিমাণ খেজুর সদকাতুল ফিতর এক সা‘ পরিমাণ কিসমিস থেকে ঈদের সালাতের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করা স্বাধীন ও গোলামের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কদের পক্ষ থেকে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব ষষ্ঠ অধ্যায়: ঈদের সালাত অনুচ্ছেদ ২২ টি দু’ঈদ ও সুন্দর পোশাক পরিধান করা ঈদের দিন বর্শা ও ঢালের খেলা মুসলিমদের জন্য উভয় ঈদের রীতিনীতি ঈদুল ফিতরের দিন সালাতে বের হওয়ার আগে আহার করা কুরবানীর দিন আহার করা মিম্বার না নিয়ে ঈদগাহে গমন পায়ে হেঁটে বা সাওয়ারীতে আরোহণ করে ঈদের জামা‘আতে যাওয়া এবং আযান ও ইকামত ছাড়া খুতবার পূর্বে সালাত আদায় করা ঈদের সালাতের পরে খুতবা দেওয়া ঈদের জামা‘আতে এবং হারাম শরীফে অস্ত্র বহন নিষিদ্ধ ঈদের সালাতের জন্য সকাল সকাল রওয়ানা হওয়া ঈদের দিন বর্শা সামনে পুতে সালাত আদায় করা ঈদের দিন ইমামের সামনে বল্লম বা বর্শা বহন করা মহিলাদের ও ঋতুবতীদের ঈদগাহে গমন বালকদের ঈদগাহে গমন ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লীদের দিকে ইমামের মুখ করে দাঁড়ানো ঈদগাহে চিহ্ন রাখা ঈদের দিন মহিলাগণের উদ্দেশ্যে ঈমামের উপদেশ দেওয়া ঈদের সালাতে যাওয়ার জন্য মহিলাদের ওড়না না থাকলে ঈদগাহে ঋতুবতী মহিলারা পৃথক অবস্থান করবে ঈদের দিন ফিরার সময় যে ব্যক্তি ভিন্ন পথে আসে কেউ ঈদের সালাত না পেলে সে দু’রাকা‘আত সালাত আদায় করবে ঈদের সালাতের পূর্বে ও পরে সালাত আদায় করা সপ্তম অধ্যায়: সংক্ষেপে পবিত্র রমযান মাসে আমাদের করণীয় অনুচ্ছেদ ২৩ টি ১. নিয়তের পরিশুদ্ধিতা ২. কর্মসূচী গ্রহণ: ৩. পরিবারের সবাই সাওম পালন করা: ৪. জামা‘আতের সাথে সালাত আদায়: ৫. আল্লাহভীতি অর্জন: ৬. কুরআন তিলাওয়াত: ৭. বিলম্ব করে সাহরী খাওয়া: ৮. আযানের সাথ সাথে ইফতার করা: ৯. ইফতারের সময় দো‘আ করা: ১০. সাওম পালনকারীকে ইফতার করানো: ১১. তারাবীহর সালাত আদায়: ১২. তাহাজ্জুদের সালাত পড়া: ১৩. শেষ দশদিন ই‘তিকাফ করা: ১৪. রমযান মাসে যাকাত আদায় করা: ১৫. সাধ্যমত দান-সদকা করা: ১৬. সদকাতুল ফিতর আদায় করা: ১৭. রমযানে ‘উমরা পালন: ১৮. লাইলাতুর ক্বদর তালাশ করা: ১৯. সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলা: ২০. ইসলামী রাষ্ট্রের ভালোবাসায় অনুপ্রাণিত হওয়া: ২১. রমযানে শরীরের যত্ন নেওয়া: ২২. আত্মসমালোচনা করা: ২৩. রমযান পরবর্তী কর্মসূচী গ্রহণ: অষ্টম অধ্যায়: সাওম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা অনুচ্ছেদ ২৯ টি প্রশ্ন: কার ওপর সাওম ফরয? প্রশ্ন: সাওম ফরয হওয়ার শর্ত কী কী? প্রশ্ন: সাওম কয় প্রকার? প্রশ্ন: সাওমের নিয়ত করার হুকুম কী? প্রশ্ন : হতে পারে আজ রমযানের ১লা তারিখ ইহা মনে করে শাবান মাসের শেষ দিন সতর্কতাস্বরূপ সাওম পালনের হুকুম কী? প্রশ্ন : এমন বৃদ্ধ লোক যে সাওম পালন করলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, সে কি সাওম পালন করবে? প্রশ্ন: সাওমের রুকনসমূহ কী কী? প্রশ্ন: সাওম অবস্থায় কী কী করা বৈধ? প্রশ্ন: সাওমের সুন্নত ও মুস্তাহাবসমূহ কী কী? প্রশ্ন: সাওম অবস্থায় কী কী কাজ করা মাকরূহ? প্রশ্ন: কী কী কারণে সাওম ভঙ্গ হয়ে যায়? প্রশ্ন: সাওম ভঙ্গের ওযরসমূহ কী কী? প্রশ্ন : এক ব্যক্তি কঠিন হাপানী রোগে ভুগছে। দু বছর পর্যন্ত তার চিকিৎসা চলছে। ডাক্তার তাকে রমযানে সাওম পালন করতে নিষেধ করেছে। তাকে বলেছে যদি সে সাওম পালন করে তবে রোগ বৃদ্ধি পাবে। এ অবস্থায় সাওম বর্জনের হুকুম কী? প্রশ্ন : রমযানের কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যদি কেহ ইসলাম গ্রহণ করে তাহলে তাকে কি চলে যাওয়া সাওম আদায় করতে বলা হবে? প্রশ্ন : মেয়েদের হায়েয ও নিফাস অবস্থায় সাওম পালনের বিধান কী? তারা যদি এক রমযানের সিয়ামের কাযা অন্য রমযান পর্যন্ত বিলম্বিত করেন তা হলে কোনো অসুবিধা আছে কিনা? প্রশ্ন : সাওম পালন রত অবস্থায় যদি থুতু গিলে ফেলে তাতে অসুবিধা আছে কিনা? প্রশ্ন: সাওম পালনকারী কি রমযানের দিনের বেলায় টুথপেস্ট বা টুথপাউডার ব্যবহার করতে পারবেন? প্রশ্ন : গর্ভবতী মহিলা কি রমযানে সাওম থেকে বিরত থাকতে পারে? প্রশ্ন : রমযানে সাওম পালনের উদ্দেশ্যে ট্যাবলেট ইত্যাদি খেয়ে মাসিক বন্ধ রাখা জায়েয কিনা? প্রশ্ন : আমি সাহরী খাওয়ার জন্য জাগ্রত হয়ে পানি পান করলাম। তারপর দেখলাম বেশ আগেই ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এ অবস্থায় আমার সাওম বাতিল হবে কিনা? প্রশ্ন : যদি কোনো পুরুষ রমযানে দিনের বেলা তার স্ত্রীকে চুমো দেয় বা আলিঙ্গন করে তা হলে তার সাওম কি নষ্ট হয়ে যাবে? প্রশ্ন : নাকে চোখে ড্রপ ব্যবহার, সুরমা ব্যবহার অথবা কানে ঔষধ ব্যবহার কি সাওম ভঙ্গ করে? প্রশ্ন : যে কিশোরের বয়স পনেরো বছর পর্যন্ত পৌঁছে নি তাকে কি সাওম পালনের নির্দেশ দেওয়া হবে, যেমন তাকে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়ে থাকে? প্রশ্ন : যদি দেখা যায় রমযানের দিনের বেলা কোনো সাওম পালনকারী ভুলে খাওয়া দাওয়া করছে তখন কি তাকে সাওমের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে? প্রশ্ন : যদি কেউ রমযানের দিনের বেলা ইচ্ছা করে বীর্যপাত করে তাহলে তার করণীয় কি? তাকে কি এ দিনের সাওমের কাযা আদায় করতে হবে? যদি কাযা আদায় করার দরকার হয় কিন্তু সে পরবর্তী রমযান আসার আগেও কাযা আদায় করল না তাহলে তার হুকুম কী? প্রশ্ন : তারাবীর সালাতের হুকুম কী? প্রশ্ন : দেখা যায় কোনো কোনো মুক্তাদী কেরাআতে ইমাম সাহেবের ভুল সংশোধনের জন্য তাবর্ণনাকারীতে কুরআন মজীদ বহন করেন অথচ ইমাম সাহেবের ভুল সংশোধনের দরকার নেই। কারণ, তিনিও কুরআন মজীদ দেখে দেখে তেলাওয়াত করছেন। এ সম্পর্কে নির্দেশ কী? প্রশ্ন : সদকাতুল ফিতরে কী হিকমত বা কল্যাণ আছে? তার পরিমাণ কত? এবং কার ওপর ওয়াজিব ? প্রশ্ন: ঈদুল ফিতরের জামা‘আতে মহিলাদের অংশ গ্রহণ জায়েয কিনা?