-
ঢাকা
সাহরীর শেষ সময়: ভোর ৫:২৩৮ই শাবান, ১৪৪৭ হিজরী(সন্ধ্যা ৫:৪৩ এর পর হিজরী তারিখ পরিবর্তন হবে!)১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ২৮শে জানুয়ারি, ২০২৬ ইং
ইফতার [সূর্যাস্ত]: সন্ধ্যা ৫:৪৩ - 🌅 ফজর ভোর: ৫:২৩
- ☀️ যোহর দুপুর: ১২:১২
-
🌇 আছর
বিকাল:
৩:২০
- 🌄 মাগরিব সন্ধ্যা: ৫:৪৩
- 🌔 এশা রাত: ৭:০১
- 🌤️ সূর্যোদয় সকাল: ৬:৪০
সুরাঃ আল-ইখলাস, আয়াতঃ ৩
(১) যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এটা তাদের জওয়াব। সন্তান প্ৰজনন সৃষ্টির বৈশিষ্ট্য- স্রষ্টার নয়। অতএব, তিনি কারও সন্তান নন এবং তাঁর কোন সন্তান নেই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, “আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করে অথচ এটা তার জন্য উচিত নয়। আর আমাকে গালি দেয়, এটাও তার জন্য উচিত নয়। তার ...
গ্রন্থঃ সুনান আন-নাসায়ী (তাহকীককৃত), হাদিস নম্বরঃ ১৭১০
১৭১০. ‘আমর ইবনু উসমান (রহ.) ..... আবু আইয়ুব (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: বিতরের সালাত সত্য। অতএব, যার ইচ্ছা হয় সে সাত রাক'আত বিতর আদায় করবে, আর যে ইচ্ছা করে সে পাঁচ রাকআত বিতর আদায় করবে। আর যে ইচ্ছা করে সে তিন রাক'আত বিতর আদায় করবে আর যে ইচ্ছা করে সে এক রাকআত বিতর আদায় করবে।
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত, বিশেষত যারা দাওয়াতি কাজ করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি)। কপি-পেস্ট করা যেতে পারে, চাইলে সোর্স উল্লেখ করেও বা ছাড়াও। তবে, আমরা আশা করি আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন, কারণ এটি অন্যদের জানার সুযোগ দেবে এবং দাওয়াতি কাজে আগ্রহী হতে উৎসাহিত করবে।
তবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন/পরিবর্ধন করে **নিজ নামে** ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট করতে পারবেন না। ভবিষ্যতে, ইন-শা-আল্লাহ, একটি API সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা রয়েছে।
আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের কন্টেন্ট হুবহু বা আংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। দুর্ভাগ্যবশত, এসবের অধিকাংশতেই হারাম বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে **নিষিদ্ধ**।