-
ঢাকা
সাহরীর শেষ সময়: ভোর ৫:০০১লা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী(সন্ধ্যা ৫:১১ এর পর হিজরী তারিখ পরিবর্তন হবে!)৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ২৩শে নভেম্বর, ২০২৫ ইং
ইফতার [সূর্যাস্ত]: সন্ধ্যা ৫:১১ - 🌅 ফজর ভোর: ৫:০০
-
☀️ যোহর
দুপুর:
১১:৪৫
- 🌇 আছর বিকাল: ২:৫০
- 🌄 মাগরিব সন্ধ্যা: ৫:১১
- 🌔 এশা রাত: ৬:৩০
- 🌤️ সূর্যোদয় সকাল: ৬:১৮
সুরাঃ ইয়াসীন, আয়াতঃ ৩০
(১) কাতাদাহ বলেন, এর অর্থ, বান্দারা তাদের নফসের উপর যে অপরাধ করেছে, আল্লাহর নির্দেশকে বিনষ্ট করেছে, আল্লাহর ব্যাপারে তারা যে ঘাটতি করেছে সে জন্য তাদের নিজেদের উপর তাদের আফসোস। [তাবারী] মুজাহিদ বলেন, আল্লাহ বান্দাদের উপর আফসোস করলেন এ জন্যে যে, তারা তাদের রাসূলদের সাথে ঠাট্টা-বিদ্রুপ করেছে। [তাবারী] ইবন আব্বাস থেকে বর্ণিত, এখানে حسرة এর অর্থ ويل বা দূর্ভোগ। [তাবারী] অথবা আয়াতের অর্থ, ...
গ্রন্থঃ সহীহ মুসলিম (হাদীস একাডেমী), হাদিস নম্বরঃ ৫৭২৫
৫৭২৫-(১৩৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... নাফি (রহঃ) সংবাদ দিয়েছেন যে, আবূ লুবাবাহ ইবনু আবদুল মুনযির আনসারী (রাযিঃ) কুবায় বসবাস করতেন। অতঃপর তিনি স্থান পরিবর্তন করে মদীনায় (মসজিদে নবাবীর সন্নিকটে) আসলেন। এমতাবস্থায় যে, আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) তার [আবূ লুবাবাহ (রাযিঃ)-এর] সঙ্গে উপবিষ্ট ছিলেন এবং তার জন্য ছোট আকারে একটি দরজা খুলছিলেন। অকস্মাৎ সে সময় তারা বাড়ি ঘরে অবস্থা...
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত, বিশেষত যারা দাওয়াতি কাজ করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি)। কপি-পেস্ট করা যেতে পারে, চাইলে সোর্স উল্লেখ করেও বা ছাড়াও। তবে, আমরা আশা করি আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন, কারণ এটি অন্যদের জানার সুযোগ দেবে এবং দাওয়াতি কাজে আগ্রহী হতে উৎসাহিত করবে।
তবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন/পরিবর্ধন করে **নিজ নামে** ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট করতে পারবেন না। ভবিষ্যতে, ইন-শা-আল্লাহ, একটি API সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা রয়েছে।
আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের কন্টেন্ট হুবহু বা আংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। দুর্ভাগ্যবশত, এসবের অধিকাংশতেই হারাম বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে **নিষিদ্ধ**।